আলহাজ্ব ফারুক আহামদ সিকদার

প্রতিষ্ঠাতা

প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত জীবনী আলহাজ্ব ফারুক আহামদ এক জীবন্ত কিংবদন্তী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পপতি। জন্ম ১৯৩৭ সালে রামু উপজে-লার কাউয়ারখোপ গ্রামে। পিতা- আব্দুল হাকিম, মাতা- রকিমা বেগম। ১৯৫৪ সালে রামু খিজারী হাই স্কুল হতেএস.এস.সি এবং ১৯৫৬ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালিস্থ "কাননগো পাড়া" স্যার আশুতোষ কলেজ থেকে কমার্সে এইচ.এস.সি এবং মাত্র বিশ বছর বয়সে ১৯৫৮ সালে চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী "কমার্স কলেজ” হতে একইবিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষ কৃতিত্বের সহিত (Fourth Stand) বি.কম পাশ করেন। প্রকাশ থাকেযে, তিনি এবং তার সহোদর ছোট ভাই মাষ্টার ছৈয়দ আহামদ ছিলেন এলাকার প্রথম স্নাতক ভ্রাতৃদ্বয়। ১৯৫৯ সালেতিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। একই বছর তিনি প্রথম চাকুরীতে করাচীর PIDC(Pakistan Industrial De-velopment Corporation) তে যোগ দেন এবং তৎকালীন পাকিস্তানের CCS (Central Civil Ser-vice) পরীক্ষায় অংশগ্রহন করেন এবং মাষ্টার্সে ভর্তি হন। সেই বৎসরই অসুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসেন। সুস্থহয়ে ১৯৬০ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ যোগদান করেন। বাংলাদেশ স্বাধীনহলে ১৯৭২ সালে Sugar and foods এর অধীনে Eastern Fisheries এর GM পদে যোগ দেন। তিনিতাঁর চাকুরী জীবনে ব্যক্তিগত কর্মদক্ষতা, সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও সময় নিষ্ঠার জন্য ১৯৭৫-৭৬ অর্থ সনেসর্বাধিক শীর্ষস্থানীয় রপ্তানীকারক হিসেবে President Traphy এবং সবচেয়ে দক্ষ জেনারেল ম্যানেজার হিসেবেPresident Gold Medal লাভ করেন। ১৯৮০ সালে দীর্ঘ চাকুরী জীবনের সঞ্চিত অভিজ্ঞতা প্রখর মেধা ওদক্ষতাকে কাজে লাগিয়ে নিজ ও যৌথ পুঁজিতে কক্সবাজার নুনিয়া ছড়ায় "লুই চান” নামক Dry Fish Factoryটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভবিষ্যত বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। এর ও ৫/৬ বছর পর তিনি সেটাকে প্রথমে"রামু ফিসারিজ” পরবর্তীতে একই শহরে "মাঝির ঘাট" স্থানে ১৯৮২ সালে Megna Sea Foods প্রতিষ্ঠা করেন।পরবর্তীতে তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি চট্টগ্রামে কালুরঘাটে Megna Fisheries এবং সাতক্ষীরায় FrozenFoods এবং স্বল্প সময়ের জন্য হলেও দেশের বাইরে জেদ্দায় (K.S.A) এজেন্সি খুলে তার ব্যবসার সম্প্রসারন ওপ্রসার ঘটান। ব্যবসায়িক জীবনে তিনি চট্টগ্রাম Chamber of Commerce & Industries এর সদস্যছিলেন। তিনি চট্টগ্রাম অবস্থান কালে "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর অনারারি লেকচারার হিসেবে Marine Scienceবিভাগে কিছু দিনের জন্য সপ্তাহে এক দিন ক্লাস নিতেন। তিনি নিজে ও স্বীয় অভিজ্ঞতা বৃদ্ধি এবং জীবন ব্যাপি জ্ঞানস্পৃহার চাহিদা মিটাতে ইউরোপের নেদারল্যান্ড, বেলজিয়াম, পশ্চিম জার্মান ও ফ্রান্স থেকে মার্কেটিংয়ে ডিপ্লোমা ডিগ্রিএবং যুক্তরাষ্ট্র থেকে Quality Control এর উপর বিশেষ ডিগ্রি অর্জন করেন। বিদেশে দেশীয় পণ্যের বাজার সন্ধানে তিনি বিভিন্ন সময়ের সরকার কর্তৃক গঠিত Trade Mission সমূহের কখনো সদস্য কখনো নেতৃত্ব পেয়েবলতে গেলে সারা জীবন প্রায় গোটা পৃথিবী চষে বেড়িয়েছেন। ব্যবসার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে সার্বিক অবদানরাখার স্বীকৃতি স্বরুপ তিনি ০৪ (চার) বার CIP নির্বাচিত হন। তাঁর জীবনে ধার্মিকতা, দেশপ্রেম, সমাজ মনস্কতা এবংবদান্যতা ছিল বিশেষ প্রশংসনীয়। তিনি একক অনুদানে প্রতিষ্ঠা করেন অনেকগুলো সেবামুলক প্রতিষ্ঠান। এর মধ্য সবচেয়ে উল্লেখযোগ্য হলো কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়টি। তিনি তাঁর জন্মভূমিকে মনের মত সাজানোরপরিকল্পনা গ্রহন করেছিলেন। বাস্তবায়নের মাঝপথে অর্থাৎ ২০০২ সালে ১৪এপ্রিল তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। (আমিন)- গন্ধনা এবং পরিকল্পনায়: কামাল হোসেন।

আলহাজ্ব ফারুক আহামদ সিকদার
আলহাজ্ব ফারুক আহামদ সিকদার

প্রতিষ্ঠাতা

ওসমান সরওয়ার মামুন
ওসমান  সরওয়ার মামুন

সভাপতি

লুৎফুন্নাহার
লুৎফুন্নাহার

প্রধান শিক্ষক

Internal eServices
মানচিত্রে দেখুন
জাতীয় সংগীত
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
জরুরি হটলাইন
জরুরি হটলাইন